এই সত্যি আমাদের বিয়েটা হয়ে গেল ? কলমে :- অকর্মণ্য (সুমিত)

এই সত্যি আমাদের বিয়েটা হয়ে গেল ? কলমে :- অকর্মণ্য (সুমিত)

এই সত্যি আমাদের বিয়েটা হয়ে গেল ? কলমে :- অকর্মণ্য (সুমিত)



- এই সত্যি আমাদের বিয়েটা হয়ে গেল?
- আরে হ্যাঁ রে! এবার ট্রিট দে।
- তুই না সত্যি কি বলবো।
- ওসব আমি জানি না। আমার ট্রিট চাই ব্যাস!
- তোর বিয়ে হয়ে গেছে। এবার অন্তত একটু শুধরে যা মা আমার।
- আরে ছাড় তো। বিয়েই তো হয়েছে। তুই ট্রিটটা কবে দিচ্ছিস আগে বল?
- সবাই শুনছে তো, আস্তে বল!
- বিয়ে করেছ চাঁদু। এসব একটু আধটু তো সইতেই হবে স্বামী আমার।
- চুপ কর এবার। নাহলে তোর কথার চোটে পুরোহিত মন্ত্র ভুলে যাবে। আর ভুলভাল মন্ত্র পড়বে।
- ও পুরোহিত কাকু ঠিকঠাক মন্ত্র পড়বে বলে দিলুম। আমার বর তোমাকে আলাদা করে দক্ষিণা দেবে।
- আরে এই কি করছিস তুই। চুপ করে বস বলছি।
- চুপ করবো কেন? বিয়ে আমার আর আমিই আনন্দ করবো না!
- আচ্ছা তুই কি একটুও চুপ করে থাকতে পারিস না?
- না পারি না। জানিস তো আমি এমনই। কেন তুই কি জানিস না?
- জানি আমি। কিন্তু এখানে তো সবাই আছে। আমাদের তো বিয়ে হচ্ছে নাকি।
- হুম তো। বিয়েই তো হচ্ছে। ফুলসজ্জা তো আর হচ্ছে না!
- আরে চুপ। একদম চুপ। আর একটাও কথা বলবি না। যতক্ষণ না বিয়ে হচ্ছে তুই ততক্ষণ একটাও কথা বলবি না।
- হাজার বার বলবো। একশো বার বলবো।
- তাহলে আমি কিন্তু একটাও কথা বলবো না। বলে দিলুম।
- আচ্ছা দেখি কেমন না বলিস।
- হুম দেখে নে। আমি কথা বলবো না।
- এই ভাই দেখ ওই মেয়েটাকে। তোর সাথে মানাবে কিন্তু হেভী! দাঁড়া ওকে ডাকি। এই যে…
- আরে এই তুই কি পাগল নাকি! কি করছিস এগুলো?
- এই যে বললি কথা বলবো না। তাহলে!
- আমার ঘাড়ে কটা মাথা যে আমি তোর সাথে না কথা বলে থাকবো?
- এই তো ভালো ছেলে। ভালো বর আমার।
- একটা অনুরোধ করি!
- একি স্বামী অনুরোধ কেন? আপনি তো আমায় আদেশ করবেন।
- উফফফ! আমি পাগল হয়ে যাবো এবার।
- এই টুকুতেই পাগল হয়ে গেলে হবে স্বামী। এখনও তো সংসার শুরুই করলাম না স্বামী।
- প্লিজ তুই একবার সিরিয়াস হয়ে আমার কথাটা শোন।
- বলুন, শুনি।
- বলছি যতক্ষণ না বিয়েটা পুরোপুরি হচ্ছে ততক্ষন আমার জন্য একটু চুপ করে যা। তারপর আমাকে যা যা বলার বলিস। আমি সব শুনবো।
- আচ্ছা ঠিক আছে। তাহলে আমার ট্রিটটা দিয়ে দে। আমি চুপ করে যাচ্ছি।
- কিন্তু এখন আমি কি ট্রিট দেবো।
- তা তো আমি জানি না। কিন্তু আমার এখনই লাগবে।
- কি মুশকিল! এখন আমি কি দেবো বলতো তোকে।
- বললাম তো জানি না।
- উফফফফ। তোকে চুপ করতে হবে না। যা খুশি কর।
- ওই। ওই বর রাগ করলি? কি রে বর? আচ্ছা শোন আমার ওসব ট্রিট ফ্রিট লাগবে না। আমার শুধু তোকে লাগবে। থাকবি তো আমার?
- তোর ছাড়া আর কার হবোই আমি!
- তাহলে শক্ত করে হাতটা ধর না। পুরোহিত কাকু তো বাঁধতে পারছে না আমাদের হাত দুটো একসাথে।
- আরে ধরেছি তো শক্ত করেই। আর কত?
- আরও শক্ত করে ধর। যাতে না ছড়ানো যায়, বুঝলি?
- হুম, খুব বুঝেছি রে বাবা।
- বুঝলেই ভালো। নাহলে আমি তো আছিই। বিয়েটা তো আমাকেই করছিস। পরে না হয় মজা দেখাবো। এখন বিয়েটা করেনি।
কলমে :- অকর্মণ্য (সুমিত)
ছবি - দীপশিখা

0 comments:

Post a Comment