আমাদের পরিচয় টা ফেসবুক ম্যাসেঞ্জার এ আপনি থেকে শুরু হয়েছিল, মনে আছে তোমার?

আমাদের পরিচয় টা ফেসবুক ম্যাসেঞ্জার এ  আপনি থেকে শুরু হয়েছিল, মনে আছে তোমার?

আমাদের পরিচয় টা ফেসবুক ম্যাসেঞ্জার এ আপনি থেকে শুরু হয়েছিল, মনে আছে তোমার?





 ~প্রিয় বন্ধু~

-আমাদের পরিচয় টা ফেসবুক ম্যাসেঞ্জার এ আপনি থেকে শুরু হয়েছিল, মনে আছে তোমার?
-হ্যাঁ পাগলি।কখন যে সম্পর্ক টা তুমি তে পরিণত হলো বুঝতেই পারলাম না।
-এই কয়েক মাসে আমরা প্রিয় বন্ধু হয়ে উঠেছি!
-না।বন্ধু তবে প্রিয় নই।
-কেনো? এমন কথা কেনো বলছো? আমি সেদিন মাত্র দুদিন অন আসিনি তাতেই তুমি আমায় খুঁজছিলে, এর ওর থেকে খবর নিচ্ছিলে যদি প্রিয় না হয় এমনটা কেনো করলে?
-তোমাকে মিস করছিলাম তাই!
-তবে আমি কি ভুল ধারণা পোষণ করছি?
-হয়তো বা না। আসলে কি বলতো আমি ভয় পায়, প্রচন্ড পরিমাণে ভয় পায়।
-আমরা তো দুজনেই নারী প্রেমে জড়ানোর সম্ভবনা নেই তবে প্রিয় বন্ধু হতে ভয় কিসের?
-আমি তোমাকে হারাতে চাইনা।
-হারাতে হবে কেনো? আমি তো আরো আপন হতে চাই।
-না।আমাদের এই সাধারণ বন্ধুত্ব সারাজীবন থাকবে কিন্তু যখনই তোমায় প্রিয় বন্ধুর জায়গা দেবো ঠিক একদিন চলে যাবে তুমি।
-আমি কি এতটাই অযোগ্য?
-না তুমি খুব ভালো মানুষ আমার জীবনে না থাকলে কষ্ট পাবো। তাই ধরে রাখতে চাই সারাজীবন।
-তবে প্রিয় বন্ধু হতে কিসের এত সমস্যা?
-সমস্যা নই বললাম না ভয়!
-কেনো?
-মানুষ যখন দুরত্ব রেখে ভালোবাসে তখনই সেটা বেশিদিন থাকে।যখনই তুমি কাওকে নিজের করে পাবে বুঝতে পারবে তোমার গুরুত্ব তার জীবনে কতটা তখন তুমি অহংকারী হয়ে উঠবে।আজ যেই আমাকে প্রিয় বন্ধু করতে চাইছো একদিন আর আমার একটা ছোট্ট ভুল মানতে না পেরে চলে যাবে। বা হয় তো কোন ত্রুটি ছাড়াই আমার মধ্যেকার কমতি গুলো যার মধ্যে নেই এমন কাওকে পেলে সেখানে চলে যাবে আমাকে একা করে।আমি ঠিক করেছি যেই মানুষ গুলো কে এরপর থেকে ভালোবাসবো তাদের সাথে দূরত্ব বজায় রাখব যাতে তারা হারিয়ে কিংবা বদলে না যায়।তাই তোমাকে সারাজীবন নিজের কাছে ধরে রাখার ক্ষেত্রে দূরত্বই বাঞ্ছনীয়...!!
~শ্রাবণী🌻

0 comments:

Post a Comment