![]() |
উফ্ কতবার ফোন করবি রে ? Love Story |
- উফ্ কতবার ফোন করবি রে ?
- কাল কিন্তু সকাল ছটায় উঠবি , লেট করবি না কিন্তু ।
- আচ্ছা বাবা বলেছি তো লেট করবো না আর জ্বালাস না তো একটু ঘুমাতে দে কাল আবার দুপুরে ঘুমাতে পারবো না ।
- কাল নিউ মার্কেটে শপিং করতে যাচ্ছি আমরা আর তুই ঘুমানোর চিন্তা করছিস ! উফ্ সত্যি তোকে কিছু বলার নেই ।
- আচ্ছা এবার ঘুমোতে দে ।
- এই সাড়ে ছয়টা বেজে গেলো তো , ওঠ রে !
- হম উঠছি দাঁড়া ।
- কিরে সাতটা বেজে গেলো !
- হ্যাঁ হ্যাঁ এই তো বেরোচ্ছি ।
- ট্রেনটা না পেলে তোর একদিন কি আমার একদিন ।
- চল চল ওখানে দেখ কি সুন্দর ড্রেসগুলো ।
- কিনবি ?
- না আগে ঘুরে দেখি ।
- আচ্ছা ।
- এই দেখ এই কানের দুলটা , তোর একটা ম্যাচিং জামা আছে না ?
- হম আছে কিন্তু দেখি যদি আরও ভালো কিছু পাই ।
- ওকে ছাড় ।
- এইই !
- কি হলো আবার ?
- ক্রাফটস গুলো দেখ , উফ্ আর ওই রোসটা! বিএফকে দিতে ইচ্ছে করছে ।
- কিনে নে তাহলে , সত্যি খুব সুন্দর , আমারও যদি একটা বিএফ থাকত রে ! আমিও দিতাম ।
- না থাক , সে যেন আমায় কত দেয় ! কিচ্ছু দেবো না আমি ।
- উফ্ তুই কি কিছু কিনবি ! নাহলে খাবো চল খুব খিদে পেয়েছে ।
- দাঁড়া দাঁড়া আর একটু ঘুরি যদি কিছু পাই মনের মতো ।
- হম ।
আরও এক ঘন্টা ঘোরার পর ,
- ভাই তুই আমায় ক্ষমা কর , তোকে নিয়ে আসাই আমার জীবনের সবথেকে বড়ো ভুল আর কোনোদিন তোকে নিয়ে কোথাও যাবো না ।
- তুই সবসময় আমার সাথে এরকম করিস , ভালো লাগে না একটুও ।
- যা খুশি কর ।
- চল আর একটু ঘুরি , আগে খেয়েনি তারপর ।
- কিছু পছন্দ হলো ?
- না রে থাক কিছু কিনবো না ।
- কিনবি না মানে ? তোকে কিনতেই হবে নাহলে তুই আজ জ্যান্ত বাড়ি যেতে পারবি না । আমায় কম ঘুরিয়েছিস তুই !
- এই এই টানছিস কেন ?
- চল কিনবি ।
- আচ্ছা আচ্ছা হাত ছাড় একটা পার্স কিনছি ।
- তাই কিনবি চল ।
এরকম কিছু কিছু বন্ধু থাকলে সত্যিই জীবন অতিষ্ট হয়ে ওঠে আবার এইসব বন্ধুগুলো ছাড়া একটা দিন ও চলে না ।
সংগৃহীত
0 comments:
Post a Comment