বলো তো, প্রেমিক কি? Valobasar Golpo

বলো তো, প্রেমিক কি? Valobasar Golpo

বলো তো, প্রেমিক কি? Valobasar Golpo




 —বলো তো, প্রেমিক কি?

—প্রেমিক, সে এক বেহায়া পুরুষ।
—আর প্রেমিকা?
—প্রেমিকা, তিনি আদুরে নারী।
—ধর, প্রেমিক যদি হয় পাহাড় তবে প্রেমিকা কি?
—প্রেমিকা পাহাড় ছুঁয়ে ভেসে যাওয়া একখণ্ড মেঘ।
—প্রেমিক যদি হয় বাগান তবে প্রেমিকা?
—প্রেমিকা সেই বাগানের নীল গোলাপ।
—প্রেমিক যদি হয় চৈত্রের রোদ্দুর তবে প্রেমিকা?
—প্রেমিকা তখন এক পশলা ঠাণ্ডা হাওয়া।
—ধর, প্রেমিকা এক উদ্যাম ঝর্ণা তবে প্রেমিক কি?
—প্রেমিক উদ্যাম নারীকে বয়ে নেওয়া শান্ত নদী।
—ধর, প্রেমিক অন্ধকার আর প্রেমিকা?
—প্রেমিকা সে সময় অষ্টমীর জোছনা।
—প্রেমিকা ভোরের শিশির আর তখন প্রেমিক?
—প্রেমিকাকে আকড়ে ধরা দূর্বার ডগা।
—প্রেমিকা যদি হয় জ্বলন্ত আগ্নেয়গিরি তবে প্রেমিক কি?
—প্রেমিক বুক পেতে দেওয়া পৃথিবী।
—ধর, প্রেমিক বুকপকেট আর প্রেমিকা?
—প্রেমিকা অভিমানী চিঠি।
—ধর, প্রেমিক বাহানা আর প্রেমিকা?
—প্রেমিকা আদুরে আবদার।
—প্রেমিকা যদি হয় রাগ করা ভরদুপুর, সে সময় প্রেমিক কি?
—ভেঙে যাওয়া প্রেমিকার প্রিয় কাঁচের চুড়ি।
—ধর, প্রেমিকা অভিমান, প্রেমিক কি?
—প্রেমিক তখন ঘোরতর অপরাধী।
—ধর, প্রেমিকা কথা না বলা সন্ধ্যে, তখন প্রেমিক?
—প্রেমিক রাগ ভাঙানো দুপুর।
—ধর, প্রেমিক ঘর হারানো পাখি, প্রেমিকা?
—প্রেমিকা আশ্রয়।
—ধর, প্রেমিক টুনা...।
—তবে প্রেমিকা টুনি।
—ধর, প্রেমিক মন্দির...।
—প্রেমিকা স্বয়ং দেবী।
—এবার বল, এমন প্রেমিক কোথায় পাওয়া যায়?
—এতক্ষণ ধরে যে শুনছে এমন প্যাঁচাল, এরচে' কে বড় প্রেমিক!
—আর প্রেমিকা?
—সে তো তুমি-ই।
:
'কথোপকথন'

1 comments: